আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (দাঃ) চরমোনাই পীর সাহেব হুজুরের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলন সহ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকার হাজারীবাগ থানার ১৪ নং ওয়ার্ড শাখার সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ১০৩ জন অসহায় ও দরিদ্র ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আহমদ হোসেন চৌধুরী রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জনাব আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার তার বক্তব্যে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং নভেল করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য বেশী বেশী তওবা ইস্তেগফার করার অনুরোধ জানান। পর্যাপ্ত পিপি না থাকায় ডাক্তারগণ করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে ভয় পাচ্ছেন।
তিনি অবিলম্বে ডাক্তারদের নিরাপত্তার জন্য পিপির ব্যবস্থা করতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কামাল হোসেন, জনাব মুহাম্মদ হাজী আব্দুল হাই, জনাব মুহাম্মদ আবুল হাসান সিদ্দিকী, জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম, হযরত মাওলানা বেলাল হোসেন ও জনাব মুহাম্মদ খলিলুর রহমান সহ থানা এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।