শিরোনাম

হিজলায় এসএসসি ও সমমানের পরিক্ষার্থীদের নকল মুক্ত পরিবেশ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

 

মোঃ রহমতুল্লাহ পলাশঃ

বরিশালের হিজলা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন থেকে শুরু করে এ পযর্ন্ত পরিক্ষার্থীদের নকল মুক্ত পরিবেশ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।

এ‌ই পরীক্ষার মাধ্যমে ঝরে পড়া রোধ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়া লেখায় আগ্রহ বাড়ছে। এ পরীক্ষার মাধ্যমে সব শিক্ষার্থী সমান সুবিধা পেয়ে থাকে, কারণ প্রতিযোগিতার মাধ্যমে এখানে বৃত্তির ব্যবস্থা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম জানান পরীক্ষার হলগুলো নকলমুক্ত রাখার জন্য কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া হল গুলোতে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য আগে থেকেই কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হিজলা উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার তিনটি কেন্দ্রে ১,৫৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।তার মধ্যে এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ৪ জন।
নিউজটি শেয়ার করুন :