শেখ নাসির উদ্দিন,খুলনা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা কর্তৃক পরিচালিত আল-কারীম অক্সিজেন সেবার কাফন টিম গতকাল বৃহস্পতিবার খুলনা মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বানরগাতী ইসলাম কমিশনারের মোড় নিবাসী সুকুমার ঢালীর মৃতদেহ গল্লামারী শ্মশানে নিজ খরচে পৌঁছে দেন।
আল-কারীম অক্সিজেন সেবা এভাবেই ধর্ম-বর্ণ নির্বিশেষে অক্সিজেন সেবার সাথে মৃতদের গোসল ও দাফন, অসুস্থদের ব্লাড সেবাও দিয়ে যাচ্ছে বিরতিহীন ভাবে।
এ সময় উপস্থিত ছিলেন মুফতী আমানুলহ, মোঃ ইমরান হোসেন মিয়া, ফেরদাউস গাজী সুমন, ইব্রাহিম ইসলাম আবীর, মোঃ আব্দুর রশিদ, মোমিন ইসলাম নাসিব, মোঃ আরিফুল ইসলাম, মিরাজ আল সাদী, হুসাইন আহমাদ, নুর হুসাইন ও সাব্বির আহমাদ।
অক্সিজেন সেবা করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের গোসল কাফন দাফন ও ব্লাড সবার জন্য যোগাযোগ পরিচালক- ০১৬৭৬৫০০৩৯৫ সমন্বয়কারী- ০১৭১১২৪৮৩২১ টিম লিডার- ০১৭১৬০১২২৫৫