আন্তর্জাতিক ডেস্কঃ
হাঁটি হাঁটি পা করে একটি বছর সুনামের সাথে অতিক্রম করেছে হিফুসাকা পরিবার, দ্বিতীয় বছরে পদার্পণে করেন। হিলফুল ফুজুল সাহিত্য কানন (হিফুসাকা) একটি সাহিত্য ও মানবসেবামূলক সংগঠন। সুস্থ সংস্কৃতি ও সাহিত্য সেবার লক্ষ্যে এ সংগঠনের পদযাত্রা।
বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সাহিত্যমনাদের সুস্থ ধারায় প্রতিভার বিকাশ ঘটাতে ” (হিফুসাকা)” র আগমন।সদা প্রীতিময়, অহিংসা, উৎসাহী পরায়ণ “হিলফুল ফুযুল সাহিত্য কানন” এর একমাত্র উদ্দেশ্য সুস্থ সাহিত্যের ধারায়
পরিচিত-অপরিচিত, ধনী- দরিদ্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে সাহিত্যের একটি সুখী পরিবার গড়ে তোলা। যে পরিবারের সুখ-দুঃখ,হাসি- কান্না, ভালো- মন্দ,স্মরণীয় মূহূর্ত, ছড়া গান, কবিতা, কৌতুক, ছোট গল্প উপস্থাপন এবং সাহিত্যের পাশাপাশি সাময়িক দুর্যোগে সমাজে সেবামূলক কাজে অগ্রগতি মূলক মানব সেবার দুরন্ত বাহকরূপে এগিয়ে থাকবে “হিফুসাকা” পরিবার।
হিফুসাকা’র কার্যকরী পর্ষদ ছাড়াও রয়েছে পরিচালনা পর্ষদ, ও ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় পর্ষদ, এই দুই পর্ষদ এর অনুমোদন খুব শিঘ্র ঘোষিত হবে ইন্-শা আল্লাহ্। এই কমিটির মেয়াদকাল এক বছর, প্রতিবছর বর্ষপূর্তি মাসেই এই কমিটি নবায়ন হয়ে থাকে। নবগঠিত কমিটির সব সদস্যকে হিফুসাকার বন্ধনে আবদ্ধ থাকার উদাত্ত আহবান ও শুভকামনা।
নিম্নে নবগঠিত হিফুসাকা কার্যনির্বাহী পর্ষদের তালিকা..
#উপদেষ্টা_পরিষদ
_ড.ইয়াহ্ইয়া মান্নান
_আসাদ বিন হাফিজ
_ড.মাহফুজুর রহমান আখন্দ
_আবু তাহের বেলাল
_মুহাম্মদ ইয়াকুব
_আসলাম প্রধান
_এবিএম সোহেল রশিদ
_টিপু রহমান
কার্যকরী কমিটি”
#সভাপতিঃ আমির বিন সুলতান
#সহ সভাপতিঃ আব্দুল্লাহ আল মাহমুদ
#যুগ্ন সহ সভাপতিঃ নূর মোহাম্মদ
#সাধারণ সম্পাদকঃ আব্দুল্লাহ আল মাইমুন
#সহ সাধারণ সম্পাদকঃ নাদিয়া আহমেদ
যুগ্ম সহ সাধারণ সম্পাদকঃ মুহিব্বুল্লাহ আকরাম
সাংগঠনিক সম্পাদকঃ আসাদ সরকার রাব্বি
সহ সাংগঠনিক #সম্পাদকঃজাহেদুল ইসলাম
#যুগ্ন সহ সাংগঠনিক সম্পাকঃ জাহেদুল ইসলাম জিহাদ
#অর্থ সম্পাদকঃশিউলী খান
#প্রচার সম্পাদকঃফারজানা আক্তার
#দপ্তর সম্পাদকঃআক্তার বিন সুলতান
#সমাজকল্যাণ সম্পাদকঃআব্দুর রাজ্জাক
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ কাজী মুহিব
#সহ আন্তর্জাতিক সম্পাদকঃ লরেটা টোডের Loreta toader
#মিডিয়া সম্পাদকঃ প্রিন্স আশরাফ
#সহ মিডিয়া সম্পাদকঃআমির হোসেন
#আইন বিষয়ক সম্পাদকঃ শেখ সালেহ আহমেদ সাহি
#শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ হাদিসুর রহমান মিছবাহ
#ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ আব্দুল খালেক (লিটন)
#ধর্ম বিষয়ক সম্পাদকঃ এইস এম ইয়াসিন আরাফাত
#সাহিত্য সম্পাদকঃ কবির মাহমুদ
#সহ সাহিত্য সম্পাদকঃ এইস এম আল আমিন
#মহিলা বিষয়ক সম্পাদকঃ শামীমা সাথী
#তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃমুনশী রশিদ আল রাভীন
#প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ শান্তা ইসলাম সু-আদ
#স্বাস্থ্য সিকিৎসা বিষয়ক সম্পাদকঃরিপলু চৌধুরী
#ক্রান দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকঃ ইউছুপ জালাল
#পরিবেশ বিষয়ক সম্পাদকঃ শেখ নিফাউল ইসলাম পলাশ
#মানব কল্যাণ সম্পাদকঃ ইলিয়াস মোহাম্মদ নিহাদ।
হিফুসাকার মূল সংবিধান অনুযায়ী আজ ১১ই জুলাই শনিবার/ ৩০জন সমন্বিত কার্যকরী পরিষদ কমিটি ২০২০সেশন, কমিটি ঘোষণা আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হলো।