শিরোনাম

হুফফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ রামু উপজেলা শাখার কমিটি গঠিত

এম.কলিম উল্লাহঃ হুফফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলার আওতাধীন রামু উপজেলা শাখার কমিটি আজ ১১ সেপ্টেম্বর বুধবার রামু জামেয়াতুল উলুম মাদ্রাসায় গঠিত হয়েছে।

রামু উপজেলার বরেণ্য আলেমেদ্বীন হাফেজ মাওলানা রহমত উল্লাহ সাহেবের সভাপতিত্বে, হাফেজ মাওলানা আতিকুর রহমানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে রামু জামেয়াতুল উলুম মাদ্রাসায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি হাফেজ মাওলানা ইউনুস ফরাজী সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ এডভোকেট রিদওয়ানুল কাবীর সাহেব।

উক্ত সভায় উপস্থিত সকল সদস্য’র মতামতের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তারা হলেনঃ-

সভাপতিঃ হাফেজ মাওলানা তাহের সাঈদ,

সিনিয়র সহ-সভাপতিঃ হাফেজ মাওলানা রহমত উল্লাহ,

সহ-সভাপতিঃ যথাক্রমে,হাফেজ মাওলানা আবদুল খালেক,হাফেজ মাওলানা ইউসুফ,মাওলানা এজাজুল করীম শফী,

সাধারণ সম্পাদকঃ ক্বারী মাওলানা হুমায়ূন রশীদ,

যুগ্ম সাধারণ সম্পাদকঃ হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন জমীল,

সহ-সাধারণ সম্পাদকঃ হাফেজ মাওলানা মারওয়ান,

অর্থ সম্পাদকঃ মাওলানা আছেম,

সহ-অর্থ সম্পাদকঃ হাফেজ মাওলানা গোফরান,

সাংগঠনিক সম্পাদকঃ মাওলানা আবু নাসের,

সহ-সাংগঠনিক সম্পাদকঃ হাফেজ মাওলানা সুলাইমান,

প্রচার সম্পাদকঃ হাফেজ মাওলানা আতীকুর রহমান,

শিক্ষা সম্পাদকঃ ক্বারী মাওলানা তৈয়্যব উল্লাহ,

দপ্তর সম্পাদকঃ হাফেজ মাওলানা আবদুল জাব্বার,

সহ-দপ্তর সম্পাদকঃ হাফেজ মাওলানা আবদুল মাজেদ,

সমাজ কল্যাণ সম্পাদকঃ হাফেজ মাওলানা মনজুর আলম,

সহ-সমাজকল্যাণ সম্পাদকঃ হাফেজ নাজিম উদ্দীন,

নির্বাহী সদস্যবৃন্দঃ যথাক্রমে,হাফেজ মাওলানা নাজমুল কামাল,হাফেজ মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা আবদুল্লাহ, হাফেজ আবুল মনসুর, হাফেজ আবদুল মাবুদ, হাফেজ জিয়াউল আলম প্রমুখ।

সভার শেষে বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা’র সাবেক সেক্রেটারি মরহুম মাওলানা রহমত উল্লাহ কাউসার নিজামী সাহেব ও বড়ক্কারী সাহেব হুজুর খ্যাত মরহুম আল্লামা ক্বারী আবদুল গণী সাহেব রহিমাহুমাল্লাহ সহ সকল মুরব্বিদের জন্যে ইসালে সওয়াব ও দু’আ মাহফিলের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।

নিউজটি শেয়ার করুন :