শিরোনাম

হুফফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখা কমিটি গঠিত

এম.কলিম উল্লাহঃ হুফফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলা শাখার কমিটি আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার টেকনাফ পুরাতন পল্লান পাড়াস্থ কুয়েত মসজিদে গঠিত হয়েছে।

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি হাফেজ মাওলানা ইউনুস ফরাজী সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নুরুল কাদের সাহেব সেক্রেটারী হুফফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ ও খতিব কক্সবাজার বদরমোকাম কেন্দ্রীয় মসজিদসহ অত্র সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

উক্ত সভায় উপস্থিত সকল সদস্য’র মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সভাপতিঃ হাফেজ মাওলানা নুরুল আমীন, সিনিয়র সহ সভাপতিঃ হাফেজ মাওলানা মোহাম্মদ তাহের, সহ সভাপতিঃ হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদকঃ হাফেজ মাওলানা এনাম উল্লাহ, অর্থ সম্পাদকঃ হাফেজ এনামুল হাসান, সাংগঠনিক সম্পাদকঃ হাফেজ মোহাম্মদ উল্লাহ রিয়াদ, প্রচার সম্পাদকঃ হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন, সহপ্রচার সম্পাদকঃ মাওলানা ইকবাল আজীজ।

সভার শেষে দক্ষিণ চট্টগ্রামের আধ্যাত্মিক মহাপুরুষ শাহ আল্লামা ইসহাক (ছদর)সাহেব হুজুর,বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা’র সাবেক সেক্রেটারি মরহুম মাওলানা রহমত উল্লাহ কাউসার নিজামী সাহেব ও বড়ক্কারী সাহেব হুজুর খ্যাত মরহুম আল্লামা ক্বারী আবদুল গণী সাহেব রহিমাহুমাল্লাহ সহ সকল মুরব্বিদের জন্যে ইসালে সওয়াব ও দু’আ মাহফিলের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।

নিউজটি শেয়ার করুন :