শিরোনাম

হেফাজতের ভিক্ষোব ঢাকা বায়তুল মোকাররমে, ৫ দফা দাবী

 

ওলামা ডেস্ক: ভোলায় ফেসবুকে এক যুবক হিন্দু কর্তৃক অাল্লাহ ও নবীকে নিয়ে কটুক্তি করায় মুসল্লিদের শান্তিপূর্ন মিছিলে পুলিশের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (২২ অক্টোবর) মঙ্গলবার দুপুর যোহরের নামাজ আদায়ের পর পরে বায়তুল মোকাররমের (উত্তর গেট) তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেন। সমাবেশ চলাকালিন দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত যানচলাচল বন্ধ ছিল।

বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটূক্তিকারী ও ভোলার সংঘর্ষের বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তাদের দাবিগুলো তুলে ধরেন।

তাদের দাবিগুলো হচ্ছে- ১) আল্লাহ তা’আলা ও মহানবী (সা.)-এর কটূক্তিকারীকে গ্রেফতার, ২) ভোলার ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা, ৩) আহতদের চিকিৎসার ব্যয়ভার ও সুচিকিৎসা গ্রহণ করা, ৪) গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ, ৫) গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার করা।

ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হলে পরে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হন। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় পুলিশ গুলিতে চারজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন :