গিয়াস উদ্দিন ,সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ১২ ফেব্রুয়ারি (বুধবার)।
দ্বীনি শিক্ষা অনুযায়ী আমল,ও দুর্নীতি দমনে মাদরাসার অনেক সুনাম রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে উক্ত মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জামেয়ার পরিচালক মাওলানা হিলাল আহমদ সাহেব বলেন, বর্তমান সময়ে একটা বড় সমস্যা হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা। তাই আমাদের এই মাহফিলে এমন আলেমদের দাওয়াত দেয়া হয়েছে, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যার সঠিক জবাবের মাধ্যমে সাধারণ মুসলমানদের ঈমান ও আমল রক্ষায় অগ্রণী ভুমিকা পালন করবেন।
আমন্ত্রিত উলামায়ে কেরাম:
(১)আওলাদে রাসুল আল্লামা হযরত মাওলানা আফফান মননুরপুরী সাহেব, ভারত।
(২) বাতিলের আতংক আল্লামা হযরত মাওলানা আলীমুদ্দিন সাহেব,শায়খে দুর্লভপুরী।
(৩)আল্লামা হযরত মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন সাহেব, ঢাকা।
(৪)আল্লামা হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব, ঢাকা।
(৫) আল্লামা হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, বানিয়াচঙ্গী।
(৬) হযরত মাওলানা আং শহীদ সাহেব, শায়খে গলমোকাপনী।
(৭)হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, শায়খে রায়গড়ী সহ প্রমুখ।
জামেয়ার পরিচালক হযরত শায়খ আব্দুল্লাহ (রহঃ) এর সুযোগ্য সন্তান, শায়খ হিলাল আহমদ সাহেব, দেশবাসীকে উক্ত মাহফিলে উপস্থিত থাকার আহবান জানান।