সত্য- ন্যায়ের পক্ষে থেকে বাতিলের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে জনপ্রিয় ও শীর্ষস্থানীয় এই সংবাদপত্রটি। প্রকাশিত প্রতিটি সংবাদ গুণগত মানের দিক দিয়ে এক ধাপ এগিয়ে। দৃষ্টি নন্দিত দৈনিক ওলামা কন্ঠের নামকরণের ডিজাইন ও চমকপ্রদ প্রচ্ছদ সকলেরই পছন্দনীয়।
সচেতন পাঠকদের প্রাণের স্পন্দন দৈনিক ওলামা কন্ঠ প্রস্ফুটিত গোলাপের ন্যায় বিকশিত হয়ে সৌরভ ছড়াচ্ছে গোটা বিশ্বময়। সম্মানিত পাঠকবৃন্ধের মনের মতো নিত্য নতুন আকর্ষণীয় সংবাদ উপহার দেওয়াই আমাদের আপ্রাণ প্রয়াস অব্যাহত থাকবে। সাংবাদিকগণ জাতির বিবেক। দেশ জাতির উন্নয়ন তথা ইসলাম সর্বোপরি চতুর্দিকে বিকশিত করতে সৎ সাংবাদিকদের কোন বিকল্প নেই।
জীবনের ঝুঁকি নিয়ে তারা একের পর এক সংবাদ সংবাদপত্রে পরিবেশন করছে। সমাজ তথা রাষ্ট্রের রাঘববোয়ালদের মুখোশ উম্মোচিত করছেই। এতে কোন সাংবাদিক পঙ্গুত্ব বরণ করছে কিংবা তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়ে অজান্তেই মৃত্যু বরণ করছে। তেমনি একটি করূণ ঘটনা ঘটেছে কুড়িগ্রামে।
গভীর রাতে বাসায় গিয়ে সৎ ও নির্ভীক সাংবাদিক আরিফুলকে আটক করে চোখ বেঁধে উলঙ্গ করে নির্মমভাবে পিটিয়ে রাতেই আদালত বসিয়ে জেলে পাঠানোর ঘটনায় সাংবাদিক সমাজ ব্যথিত ও বিস্মিত হয়েছে। জানা যায়, উক্ত ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন সাংবাদিক সমাজ।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর শাখা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি, শাপলা টিভির চেয়ারম্যান ও দৈনিক ওলামা কন্ঠের সম্পাদক মহোদয় কে এম নূহু হোসাইন (নোমানী) তার মতে,যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় সংশিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া মাদারীপুরে মহিলা সাংবাদিক সাবরিন মেরিনের উপর হামলা হয়েছে। একজন সাংবাদিক হিসেবে আমার প্রশ্ন ঃ স্বাধীন বাংলাদেশে আর কতকাল সাংবাদিক নির্যাতন চলবে?
লেখক: আ স ম আবু তালেব।