শিরোনাম

১৩ বারের সেরা হলেন শ্রীপুর থানার শ্রেষ্ঠ এসআই শহীদুল ইসলাম

 

নিজস্ব প্রতিবেদক: ১৩ বারের সেরা হলেন ঢাকা রেঞ্জে সেরা তদন্তকারী কর্মকর্তা (শ্রেষ্ঠ এসআই) হিসেবে পুরস্কার জিতে নিলেন, গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা বিপিএম।

সোমবার (২৬ আগস্ট)  সকাল সাড়ে ১১টায় ঢাকা রেঞ্জ কার্যালয়ের ক্রাইম কনফারেন্স কক্ষে ঢাকা রেঞ্জের ২০১৯ সালের (জুন-জুলাই মাসের) মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই-২০১৯  ঢাকা রেঞ্জে সফল ডিটেকশন ক্লুলেস ডাকাতি/কেস বেটার অফিসার” নির্বাচিত হন শহীদুল ইসলাম মোল্লা বিপিএম।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার এর সভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন ) আসাদুজ্জামান বিপিএম বার পিপিএম বার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সালেহ মুহাম্মদ তানভীর, পুলিশ সুপার আবুল বাশার (অপরাধ)  গাজীপুর জেলা পুলিশ সুপার সামসুন্নাহার পিপিএম-সহ  ঢাকা রেঞ্জের অন্যান্য পুলিশ সুপারগন।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার তিনি আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক সনদপত্র ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মোল্লার হাতে।

পরে তিনি মাসিক অপরাধ সভার বক্তব্যে বলেন সকল পুলিশ সদস্যই  সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব যথাযথ ভাবে পালনের ফলে অপরাধ কমে দেশের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। কোন  অপরাধীকেই বিন্দুমাত্র ছাড় নয়।

জনগনের সেবাই পুলিশের নৈতিক দায়িত্ব। যে সকল পুলিশ সদস্য সঠিক দায়িত্বের সাথে জনগনের সেবা দিয়ে আসছে সে সকল সদস্যদের পুরস্কারের মাধ্যমে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে।

জানা যায়, মাদক উদ্ধার, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ একাধিক কাজে অবদানের স্বীকৃত স্বরূপ সর্বসম্মতিক্রমে শহীদুল ইসলাম মোল্লা বিপিএম কে ২০১৯ সালের জুলাই মাসের ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী কর্মকর্তা  হিসাবে মনোনীত করা হয়।  সভায় ঢাকা রেঞ্জের ফের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের এসপি হারুন অর রশীদ।

উল্লেখ্য, ২০১৯ সাল পর্যন্ত পরপর মোট ১২ বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা (এসআই) নির্বাচিত হয়েছিলেন শহীদুল ইসলাম মোল্লা (বিপিএম)। এ নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে ১৩তম বারের মত ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এস.আই উপাধি লাভ করলেন। এছাড়াও ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্টীয় সম্মান হিসেবে “বিপিএম” পদক পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন :