বতর্মান সময়ের সম্পূর্ণ নিরপেক্ষ দেশ, জাতি তথা সকল ধর্মের সকল বর্ণের মানুষের প্রাণের স্পন্দন জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ। বস্তুনিষ্ঠ এবং আকর্ষণীয় এ সংবাদপত্রটি গুণে ও মানে সেরা বিধায় সচেতন মহলের সব সময় পছন্দের তালিকায় শীর্ষেই রয়েছে। নেপথ্যে থাকা এক ঝাঁক সৎ, সাহসী সাংবাদিকদের আপ্রাণ প্রয়াস।
জাতির বিবেক সাংবাদিকরা আজ নিপীড়িত ও নির্যাতিত। পান থেকে চুন খসলেই প্রভাবশালীদের কর্তৃক নির্মম নির্যাতন মুখ বুঝে সইতে হয় যুগের পর যুগ। এহেন ঘৃণিত ধিকৃত অসদাচরণ এদেশের ইতিহাসের পাতায় ভূরি ভূরি থাকলেও প্রতিকারের জন্য আইন অর্থাৎ সাংবাদিকদের নিরাপত্তার জন্য সংসদে কঠোর আইন প্রণয়ন এখনো হয়নি।
অবিলম্বে বাংলা টিভির সাংবাদিক জনাব সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই। দেশ, জাতি তথা সকল ধর্মের সকল বর্ণের লোকজনের কল্যাণার্থে নিঃস্বার্থ ভাবে সেবায় নিয়োজিত সাংবাদিকদের নিরাপত্তা এখন বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে দৃষ্টি দিবেন কি?
চলবে-