ডেস্ক রিপোর্ট:
মহামারি করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছেন রাঙ্গামাটির নিম্ন আয়ের মানুষ। আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বাড়ি ভাড়া দিতে পারছে না। এই সংকটময় পরিস্থিতিতে শহরের শান্তিনগর এলাকার ষোলটি ও আসামবস্তির দুইটি নিম্ন আয়ের পরিবারের বাসা ভাড়া মওকুফ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা উপদেষ্টা, বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দীন।
আলহাজ্ব জসিম উদ্দীন বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে সমাজের নিম্ন আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। বিপদের সময় একে অপরের সহযোগীতা করা প্রত্যেকের দায়িত্ব, তাই আমি আমার বাসার সকল ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। আমি আশা করি বাংলাদেশের সকল বাড়িয়ালাদের এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এই মহামারী দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করার আহ্বান জানান তিনি।