ওসমান গণি, লক্ষ্মীপুরঃ ২১ আগষ্ট ২০০৪ সালের ভয়াবহ বোমা হামলায় আহত হয়েছিলেন লক্ষ্মীপুরের মোঃ মামুনুর রশিদ। বর্তমানে তিনি ভিক্ষা করে সংসার চালাচ্ছেন। মামুনুর রশিদ লক্ষ্মীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড আঁটিয়াতলির বাসিন্দা তোফায়েল আহমেদের পুত্র।
মামুনুর রশিদ জানান, ২০০৪ সালের ২১ আগষ্ট তিনি পুলিশের গাড়িতে চালক হিসেবে দায়িত্বরত ছিলেন। ভয়াবহ সে হামলায় তার
শরীরের বিভিন্ন জায়গা জখম হয়েছিল। তিনি ঢাকা রাজারবাগে বসবাস করতেন সে সময়।
পরবর্তীতে দীর্ঘদিন নিজ খরচে চিকিৎসা করে তিনি কিছুটা সুস্থ
হয়ে কয়েকবছর কর্ম করে সংসার চালিয়েছেন।
কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে।
এখন আর তিনি কর্ম করতে পারেন না। ভিক্ষা করেও নিজের চিকিৎসা ও পরিবারের খরচ মিটাতে পারছেন না তিনি। তার দুই মেয়ে এক ছেলে মাদ্রাসায় লেখাপড়া করছে।
মামুন আরো জানান, তিনি বিভিন্নসময় বিত্তবানদের দ্বারে গিয়েছেন একটু সহযোগিতা পাওয়ার আশায়। কিন্তু তাকে নিরাশ হতে হয়েছে। কেউ তাকে কোন সহায়তা করেন নি। মামুন এখনো আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেনো তার এই আকুতি কেউ পৌঁছে দেন।
তিনি তার পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। খুব বেশি হাটাহাটি করতে পারছেন না। পৌরসভার উত্তর তেমুহনী ও শহরের বিভিন্ন যায়গায় তিনি ভিক্ষা করে বেড়াচ্ছেন। সমাজের বিত্তবানদের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০০৪ সালে ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে আওয়ামিলীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড বোমা হামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা সহ অনেক নেতা কর্মী গুরুতর আহত হন,সেই হামলায় নিহত হয়ে ছিলেন সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ মোট ২৪ জন।