শিরোনাম

২৬,২৭ ও ২৮ নভেম্বর চরমোনাই অগ্রহায়নের মাহফিল শুরু, মাঠ প্রস্তুত 

 

মোঃ আনোয়ার হোসেন টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি: বরিশাল চরমোনাইতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসম্মেলন ও ঐতিহাসিক বার্ষিক মাহফিল ২৬,২৭ ও ২৮ নভেম্বর।

২৬ তারিখ বাদ যোহর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উদ্বোধনীয় বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল।

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো মুজাহিদ ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান।

চরমোনাই ময়দানের মাহফিলের ১ এবং ৩ নং মাঠ সহ বিভিন্ন বিভাগের কার্যক্রম সব প্রস্তুত করা হয়েছে। দূরদূরান্ত থেকে আগত মাহফিল উপলক্ষ্যে প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

মুসল্লিদের আগত গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে মাহফিলের কমিটির পক্ষ থেকে চরমোনাই ইউনিয়ন কড়ইতলা নদীর তীরে বিশ্বাসের হাট সংলগ্ন।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব হযরত পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাঃ রেজাউল করীম ও ইসলামী আন্দোলন বাংলাদেশেরর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন।

এছাড়াও এ তিন দিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

২৮ নভেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী চরমোনাই অগ্রহায়ণ মাহফিল।

নিউজটি শেয়ার করুন :