পৃথিবীতে গুটি কয় মোড়ালের ভূমিকায়
যুদ্ধ ও মন্দায় শুনি কত হায় হায়
ছুতা নাতা পেলে তারা শুরু করে শোরগোল
তারপর যুদ্ধের দুঃসহ ডামাডোল।
প্রতিদিন ভয়াবহ অস্ত্রের মহরায়
অগুনতি মানুষের ঘরবাড়ি প্রাণ যায়
যুদ্ধের ফাঁদে ফেলে মানুষের সম্পদ
লুটে নেয় কৌশলে, এতটাই তারা বদ!
সব হারা মানুষেরা দেশ হতে দেশে যায়
সেখানেও বাধা তারা, বলে কোন ঠাঁই নাই!
এভাবেই অবিচারে কাঁদে গোটা বিশ্ব
বেহিসাবি মারা যায় কোটি কোটি নিঃস্ব।
রাজনীতি ব্যবসায়ে দেখি একই চিত্র
নিপীড়িত মানুষের নাই কোন মিত্র
প্রকৃতিকে পিষে তারা, দেখি সেই দম্ভ
বিবেকের তাড়নায় হই হতভম্ব।
মানুষেরা অসহায়, প্রকৃতিই নেয় দাদ
আজ এই মোড়লেরা করোনায় কুপোকাত!
করোনা মারণাস্ত্রের জন্য ঢালো
অর্থ, কোটি ডলারে
প্রাণ বাঁচাতে এতটা কাল
করেছ কাঁচকলা রে
আজ অণুজীব করোনাতে
ধরল যখন কলারে
হায় রে বেকুব মানবজাতি
খাচ্ছ মরণ ঢলা রে!!