শিরোনাম

৩০ ডিসেম্বর মুন্সীগঞ্জ আসছেন মুফতী ফয়জুল করীম (দাঃ)

 

আ.স.ম. আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: লৌহজংয়ের হাট – বাজার মুজাহিদদের পদচারনায় মুখরিত হয়ে ওঠেছে। মাহফিলের দিন-ক্ষণ যতই ঘনিয়ে আসছে ততোই যেন লৌহজংয়ের লোকজনের মাঝে আনন্দ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। কেউ কেউ রাত পোহালেই ক্যালেন্ডারে কলম দিয়ে দিন তারিখে চিহ্ন একে নিশ্চিত হচ্ছে প্রিয় শায়েখের ওয়াজ মাহফিলের দিন ক্ষণটি।

উল্লেখ যে, আগামীকাল ৩০ ডিসেম্বর, রোজ সোমবার মালির অংক বাজারস্থ শেখ মাইনুদ্দীন সুপার মার্কেট সংলগ্ন বালুর মাঠে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

প্রধান অতিথি হিসেবে মূল্যবান নসীয়ত পেশ করবেন বাতিলের আতঙ্ক নায়েবে আমিরুল মুজাহিদীন, শায়খুল হাদীস আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী, পীরে কামেল চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে কুরআন – হাদীসের আলোকে এশকের বয়ান পেশ করবেন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ নূরী, সদর নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটি। আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আব্দুর রহমান বেতাগী, মুহতামিম, মাদ্রাসায়ে নূরে মদিনা, কামরাঙ্গীচর, ঢাকা।

অন্যান্য আলেম – ওলামা মূল্যবান নসীয়ত পেশ করবেন। সার্বিক সহযোগীতায় ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও গুলিস্তানের মহানগর কমপ্লেক্সের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রহমান।

সভাপতিত্ব করবেন হাজী মুহাম্মদ আমির হোসেন তালুকদার, চেয়ারম্যান, বেঁজগাও ইউনিয়ন পরিষদ। প্রতিক্ষার প্রহরের কখন পরিসমাপ্তি ঘটবে? কখন ফিরে আসবে প্রিয় শায়েখকে এক নজর দেখার সুসময়?

নিউজটি শেয়ার করুন :