আনোয়ার হোসেন টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধিঃ আজ বাদ মাগরিব চরমোনাই প্রধান কার্যালয় (৭ অক্টোবর’১৯ ইং) সোমবার, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর এর সম্মানিত সভাপতি ও সেক্রেটারির উপস্থিতিতে শপথ গ্রহণের মধ্য দিয়ে চরমোনাই ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার বক্তব্যের মধ্য দিয়ে তিনি একথা বলেন যে, “আমাদের এদেশে ইসলামী হুকুমত বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুতরাং আমরা দল-মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে’ হাতে হাত রেখে ওয়াদা করতে পারি আল্লাহর আইন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এদেশে, তারই সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সদস্য সম্মেলন ২৪ অক্টোবর বরিশাল এভিনিউ বাস্তবায়নের লক্ষ্যে দাওয়াতী কাজ চালিয়ে যাবো আমরা সবাই ইনশাআল্লাহ।”
পরিচিতি সভায় উপস্থিত আরো ছিলেন- ইসলামী যুব আন্দোলন চরমোনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সম্মানিত সভাপতি ও সেক্রেটারী সহ বিভিন্ন দায়িত্বশীল ও ওয়ার্ড সম্মানিত সভাপতি, সেক্রেটারী সাংগঠনিক সম্পাদক প্রমুখ।