শিরোনাম

৭ জানুয়ারি সিলেটে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

গিয়াস উদ্দিন, সিলেট প্রতিনিধিঃ

সিলেটে এই প্রথম বিশ্বের নামকরা ক্বারী ও হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।

প্রতি বছর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে যারা প্রথম স্থান অধিকার করেছেন তাদের নিয়ে ৭জানুয়ারি শুরু হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। সিলেটের জামিয়াতুল খাইর আল ইসলামিয়া মাদরাসার আয়োজনে সিলেটের পীরের বাজারের চৌধুরীপাড়া মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামিয়াতুল খায়েরের উদ্যোগে সিলেট আসবেন বিশ্বের নামকরা ক্বারীগণ। তারা মধুর সুরে কোরআন তেলাওয়াত করে শ্রুতাদের মন মুগ্ধ করবেন।

৭ জানুয়ারি সিলেট আসছেন বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা শ্বাসের অধিকারী মিশরের শায়খ মনসুর জুমা, ইরানের শায়খ মোঃগান্দুম তুসি, মিশরের জাতীয় সংসদের প্রধান ক্বারী মুহাম্মদ আল মুরিজী, তানজানিয়ার ক্বারী মুবারক শাবনী রুমিজ, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারী দারউয়িন হাসিবুয়ান, ইয়েমেনের ক্বারী হাইসিম আদ দাখিন, লন্ডনের শায়খ ক্বারী কাজি লুৎফুর রহমান, বাংলাদেশের ক্বারী আবুল হোসাইন, শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী, কাতারের শায়খ নূর মোহাম্মদ, ঢাকার ক্বারী মাহমুদুল হাসান ও কাতারের মুহাম্মদ মুহান্নাদ।

এছাড়া এই সম্মেলনে বাংলাদেশের কয়েকজন বড় বড় আলেম অংশ নেবেন।

প্রতিষ্ঠানের পিন্সিপাল মুফতি আব্দুল মুসতাকিম সবাইকে সম্মেলনে উপস্থিত থেকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শুনার আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :