শিরোনাম

৭ জানুয়ারী হতে বিশেষ কম্বিং অপারেশন-২০২০ শুরু হচ্ছে

আ.স.ম. আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

আজ ৭ জানুয়ারী হতে ১৩ জানুয়ারী ও ২১ জানুয়ারী হতে ২৮ জানুয়ারী পযর্ন্ত বিশেষ কম্বিং অপারেশন – ২০২০ শুরু হয়েছে।

উক্ত সময়ের জন্য মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী দেশের সকল স্বাদু/মিঠা পানির জলাশয়ে বেহুন্দী জাল, কারেন্ট জাল, মশারীর জাল, চট জাল, কোনা জাল সহ সকল প্রকার অবৈধ জাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

জাটকা সহ অন্যান্য মাছের ডিম লার্ভী ও পোনা রক্ষায় সকল ধবংসকারী অবৈধ জালের যথেচ্ছ ব্যবহার বন্ধ করার জন্য সারা দেশের উপজেলা মৎস্য কর্মকর্তাগণ জেলে পাড়ায় প্রচারের মাধ্যমে মৎস্যজীবীদের বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

অন্যথায় এ আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাবধান করেছেন।

নিউজটি শেয়ার করুন :