নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ হুমায়ুন কবীর বলেছেন দেশ পরিবর্তনের চাই একদল সুশৃংখল প্রশিক্ষণপ্রাপ্ত আত্ম প্রত্যয় যুবক। আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ইসলামী যুব আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে সেনহাটি মসজিদপাড়া অডিটোরিয়ামে দিনব্যাপী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী যুব আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি রাকিকুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের এস্কেন্দার পরিচালনায় আরো তারবিয়াত প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদস্য হাদিসুর রহমান তুষার, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক ডঃ শহীদুল ইসলাম প্রকাশনা সম্পাদক মাওঃফজলুল হক।
আরো উপস্থিত ছিলেন মোঃ মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মনির হোসেন, মাওলানা নুরুল হুদা, মুফতি কামরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল কাশেম, মোহাম্মদ হোসেন মোল্লা মোঃ সাকিল গাজি সহ ইউনিয়ন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ