নীল আকাশে মেঘের ভেলা
খন্ড খন্ড ভাসে,
চন্দ্র মামা তারার মেলায়
মিটিমিটি হাসে।
জলেভরা সাগর নদী
ঝলমলে হাসে,
খালে বিলে পাশলারা সব
দলে দলে ভাসে।
রৌদ্রের মাঝে বৃষ্টির ফোঁটা
হেসে হেসে পরে,
ভোর বিহনে কৃষকেরা
নাঙ্গল কাদে ছুটে।
মাঝিবাবু পাল উড়িয়ে
সাগর পানে ছুটে,
মাছ শিকারের জন্য জেলে
জাল জলে ফেলে।
ধনী-গরীব, দুঃখী-সুখী
সবাই ব্যস্ত কাজে,
শরৎ আসে শুভ সাজে
সবুজ সোনার দেশে।
নিউজটি শেয়ার করুন :