শিরোনাম

আ স ম আবু তালেব, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের সামনে আজ ১৯ জুলাই সকাল সাড়ে ১১ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার স্থানীয় দৈনিক সভ‍্যতার আলো পত্রিকায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচারে বিরুদ্ধে কনকসার ইউনিয়নবাসী প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন।সেই সাথে কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বিদ‍্যুৎ আলম মোড়ল সংবাদ সম্মেলন করেন।

সরেজমিনে দেখা যায়, কনকসার ইউনিয়ন পরিষদ স্থানীয় বাসিন্দা মো.মুজিবর বেপারী, মো.শামীম শেখ, মো.বায়জিদ হোসেন, মো.আবুল কালাম সজল, মো.মাসুদ মেম্বার, মো.সালাউদ্দিন গাজী মেম্বার, মো.সোহেল মাহমুদ মেম্বার, মো.হামিদুর রহমান জুয়েল সহ স্থানীয় শতাধিক লোক মিলে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।

এ সময় প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেন অত্র ইউনিয়নের সাধারণ মানুষ। এছাড়া তারা উক্ত সংবাদের বাস্তব কোন মিল পায়নি এবং তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রকাশ হয়েছে বলে তাদের দাবী। এলাকাবাসী আরো দাবী করেন যে, তারা চেয়ারম্যান কে সুখে -দুঃখে সর্বদা কাছে পায়।

কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বিদ‍্যুৎ আলম মোড়ল সংবাদ সম্মেলনে বলেন, “পত্রিকার নিউজ বাস্তবে কোনো মিল নাই। প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। শনিবার হলদিয়া এক দোকানের সামনে থেকে এক মহিলা ও তার কন‍্যা আমাকে মোবাইল ফোনে জানান তাদের বাড়িতে অপরিচিত কিছু লোকজন এসেছে। আমি তাদের ব‍্যাক্তিগত চিনি বলে ঘটনা স্থলে যাই।এখানে গিয়ে দেখি ডিবি পুলিশের লোক।তাদের সাথে কথা বলে জানতে পারি তারা নাজিম নামে একজনকে ২০(বিশ) পিস মাদক ফেন্সিডিল বোতল সহ হাতে নাতে গ্রেফতার করেছে।”

তিনি বলেন, “যুবকের প্রাথমিক ভাবে স্বীকারোক্তি অনুযায়ী প্রকৃত মাদক ব‍্যবসায়ি মালিকের নাম ফারুক ঢালী বলে জানান।তখন তাকে ধরতে ডিবি পুলিশ তল্লাশি চালায়।তখন বাসায় তাকে না পেয়ে স্ত্রীকে ও সন্তান কে এক জায়গায় বসিয়ে রাখে।স্থানীয়দের সাথে ডিবি পুলিশ কথা বলে তাদের রেখে নাজিম কে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি পুলিশ।আমি তখন ঘটনা স্থলে উপস্থিত ছিলাম। গ্রেফতার নাজিমের মা ও বোন আমাকে অনুরোধ করে তাদের নাজিমকে ছাড়িয়ে রাখার জন‍্য।আমি তাদের বুজিয়ে বলি হাতে নাতে মাদক সহ গ্রেফতার হয়েছে, আমি কিছুই করতে পারবো না। মাদক ইস্যু কোন ছাড় নাই। এছাড়া ফারুক ঢালীকে পুলিশ তিন নম্বর আসামী হিসেবে মামলায় উল্লেখ্য করেছে। এমন বিষয়ে ভিত্তিহীন সংবাদ ছাপিয়ে পত্রিকার আমার সম্মান ক্ষুণ্ন করেছে তাই আগামীকাল আমি পত্রিকার ও প্রতিনিধির বিরুদ্ধে আমি আইন ব‍্যবস্থা গ্রহণ করবো।”

নিউজটি শেয়ার করুন :