শিরোনাম

কোম্পানীগঞ্জে ইমাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

 

এম.এস আরমান, নোয়াখালী: মদ, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট বাজারস্থ ইসলামী ব্যাংক চত্তরে কোম্পানীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বসুরহাট পৌর শাখা ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহমুদ মাদানীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইমাম পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা উপদেষ্টা মাওলানা মুফতি হাফিজুল্লাহ বলেন, “দেশের ব্যবসায়ীরা যেই মূহুর্তে লক্ষ লক্ষ টাকার মধ্যে সামান্য কিছু টাকার ব্যাংক ঋন পরিশোধ করতে না পেরে মামলায় হয়রানি হয়ে ব্যবসা ছেড়ে পলাতক হচ্ছে, বিদেশ থেকে পর্যাপ্ত টাকা ফেমেলিতে দিতে না পেরে আত্বহত্যা করছে, দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ১০/২০ হাজার টাকার চাকুরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে, ঠিক সেই মূহুর্তে কোটি কোটি টাকার বস্তা পাওয়া যাচ্ছে ডাস্টবিনে, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে খালে এবং বিলে, হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে ক্ষমতাসীন দলের ছায়াতলে কিছু অসাধু সন্ত্রাসী নেতাদের আস্তানায়।

তিনি আরো বলেন, “কোম্পানীগঞ্জে হোমিও স্পিরিট খেয়ে ৬ জনের মৃত্যু কি করে হয় এসব খবর ব্যবসায়ীদের রাখা উচিত, প্রত্যেক ব্যবসায়ী তার পার্শ্ববর্তী ব্যবসায়ীর খোঁজ রাখা উচিত যেন কেউ অনৈতিক ব্যবসার সাথে জড়িয়ে না পড়ে।”

তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন, “শুধু ক্যাসিনো নয় দেশের সকল সেক্টরের অনিয়মে আপনার সরাসরি হস্তক্ষেপ দেশের উন্নয়নের জন্য একমাত্র সমাধান হতেপারে।”

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোসলেহ উদ্দীন, মাওলানা আলী আহমদ,মাওলানা নূর ইসলাম রহমতপুরী, হাফেজ মাওঃ হাফিজুল্লাহ, মাওলানা আহমদ হাসান, মুফতি মাশুকুর রহমান,
মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মাওলানা জোবায়ের,মাওঃ আব্দুর রহিম,মাওঃ মুফতি হেদায়েত উল্যাহ,মাওলানা শাহজাহান সহ প্রমূখ আলেমবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :