শিরোনাম

টেকনাফে আট দিন ধরে তিন জেলে নিখোঁজ

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজারঃ

কক্সবাজারের টেকনাফে পালংখালী বটতলী নাফ নদী থেকে আট দিন ধরে নিখোঁজ তিন জেলের এখনো কোনো হদিস মিলেনি।

গত ২ ফেব্রুয়ারী সন্ধ্যায় আনজুমান পাড়া তথা পালংখালী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি স্থানীয় ৩ যুবক।

নিখোঁজ ৩ যুবক হলেন, মোহাম্মদ হোসেন (২৯) পিতা:মৃত জালাল আহমদ, মনজুর আলম (৩০)
পিতা:শামশু দোহা, আনোয়ার হোসেন (১৮) পিতা:মৃত আমির হোসেন। নিখোঁজ সকলে পালংখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড বটতলী গ্রামের বাসিন্দা।

এই বিষয়ে উখিয়া থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন, উখিয়া থানা তদন্ত অফিসার কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার। পালংখালী ৩৪ বিজিবিকে ও অবহিত করা হয়েছে বলে জানান জেলেদের পরিবার।

এ বিষয়ে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ওয়ার্ডের বটতলী গ্রামের ৩ যুবক ৮দিন ধরে নিখোঁজ এখনো তাদের সন্ধান মিলেনি।

জেলেদের পরিবারের সন্দেহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আল-ইয়াকিনের উপর। কারণ রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আল-ইয়াকিন নাফ নদী থেকে তুলে নিয়ে অনেক জেলেদের মুক্তিপণ দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন :