আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ
লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগ বনাম পরিবার পরিকল্পনা বিভাগের টানাপোড়েনে কোটি টাকার যন্ত্রপাতি ফেরত যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অভিযোগ, কমপ্লেক্সের ৪টি কক্ষ দখল করে রেখেছে পরিবার পরিকল্পনা বিভাগ। অথচ তাদের আলাদা ভবন রয়েছে। ফলে প্রয়োজনীয় কক্ষ না থাকায় হাসপাতালের চিকিৎসকরা বসে রোগীদের সেবা দিতে পারছেন না।
পরিবার পরিকল্পনা বিভাগকে মৌখিকভাবে; এমনকি চিঠি দিয়েও কক্ষগুলি দখলমুক্ত করা যাচ্ছে না। এদিকে, গত ২ নভেম্বর বেসরকারি সংস্থা ব্রাকের সৌজন্যে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি জিন এক্সপার্ট মেশিন ও একটি আলট্রাসনোগ্রাম মেশিন পেয়েছে। যার আর্থিক মূল্য প্রায় কোটি টাকা। কিন্তু এসব যন্ত্রপাতি রাখার মতো প্রয়োজনীয় কক্ষ নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ফলে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা সুলতানা জানান, আমাদের নিজস্ব ভবনে রোগীদের পরামর্শ দেওয়া হয়। কিন্তু ক্লিনিক্যাল সাইড থাকতে হবে স্বাস্থ্য কমপ্লেক্সে- এমনটাই নিয়ম। এখন বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা শামীম আহমেদ জোর করে আমাদের কক্ষগুলি খালি করার চেষ্টা করছেন। আর আমরা ৪টি নয় দুটি কক্ষে কাজ করছি।