শিরোনাম

ভোলায় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ আরিয়ান আরিফ,ভোলাঃ

“খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল”
এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় যুব সংঙ্ঘ ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে টেপ টেনিস গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ১৪ই নভেম্বর) সকালে ১০ টায় ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর চরনোয়বাদ এলাকায় যুব সংঙ্ঘ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হামিদুল হক বাহালুল।

টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ক্রিড়া সংস্থার অতি: সাধারন সম্পাদক জনাব মোনতাসির আলম রবিন চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুল আলম বাবু , যুব সংঙ্ঘ ক্লাবের প্রতিষ্ঠাতা শহিদুল আলম মানিক,যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন মনির, ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো:শওকত হোসেন,
জনাব আবু তাহের,জনাব ওমর ফারুক,জনাব আসাদ হোসেন জুম্মান প্রমুখ।

উদ্বোধনী খেলায় ভাই ভাই একাদশ বনাম ভোলা কিংস ইলিভেন অংশ নেন।এতে ভোলা কিংস ইলিভেন ৮ উইকেটে জয়ী হয়। উক্ত টুর্নামেন্টে টি মোট ১০ টি নিয়ে আয়োজন করা হয়েছে। বাকী দলগুলো হলো দুরন্ত স্পোর্টিং ক্লাব,ওন্ড স্টার, অগ্নীবিণা ক্লাব, নওজোয়ান ক্রীড়া চক্র,মুকুল ব্রিকস্, অগ্রগতি শপ ডট কম, উত্তর চরনোয়বাদ স্পোর্টিং ক্লাব,রাশেদুল একাদশ।

টুর্নামেন্টের প্রতিটি খেলা চরনোয়বাদ ব্রাক অফিস সংলগ্ন মোল্লা হাউজিং মাঠে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন :