শিরোনাম

খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনায় বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন,এ্যাজাক্স, জুট স্পিনার্স, সোনালী,আফিল জুট মিলসহ সকল কলকারখানা চালু ও বিদুৎ সংযোগসহ বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পুর্বঘোষিত কর্মসুচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে এ শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।

এ্যাজাক্স জুটমিলের সাবেক সিবিএ নেতা ওয়াহিদ মুরাদ এর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এবং শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সোনালি জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মোঃ নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দীন, মাহাতাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মোঃ বক্তিয়ার, নিজামউদ্দিন, মোঃ কাবিল হোসেন, আব্দুল ওহাব, বাবুল হোসেন, তৈয়েবুর রহমান, ফারুক চোকদার, আলাউদ্দিন,মোঃ ইমরান হোসেন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

শ্রমিক জনসভা থেকে ৬ দফা দাবী আদায়ের লক্ষে ৪ দিনের কর্মসূচী ঘোষনা করা হয়।কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার খুলনা শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনশন।

৬ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ীগেটে শ্রমিক কর্মচারী ও তাদের সন্তানদের (থালা বাটি)সহ নিয়ে ভুখা মিছিল। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ডিসি অফিসের সামনে অবস্থান এবং ১৩ ডিসেম্বর রবিবার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচী। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ফুলবাড়ীগেটস্থ খুলনা যশোর মহাসড়কে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন :