শিরোনাম

এ কেমন অবিচার: মোঃ কামাল হোসেন

কলমের উপর নির্যাতন
চলচে অত্যাচার,
সরাসরি করলে গুলি
এ কেমন অবিচার।

স্বাধীন কন্ঠ রোধ করে
কি লাভ হবে তোদের,
জাগ্রত কী হবেনা
হায়েনা তোর, মনুষ্যত্ব বোদের?।

মাদক বিক্রেতা মাদক সেবি
তোরাও আবার রাজনীতিক,
চাও আর কতো বাড়ি গাড়ি
ধি্ক তোদের ধি্ক।

বন্ধ করবি দেশের অগ্রগতি?
পারবিনা কভু তোরা,
এগিয়ে যাবে বঙ্গবন্ধুর বাংলাদেশ
হবি তোরা দিশাহারা।

বন্ধ করো অপরাজনীতি
কলমের উপর নির্যাতন,
পালিয়ে যেতে বাদ্য হবি
ক্ষেপিয়ে উঠলে জনগন।

নিউজটি শেয়ার করুন :