শিরোনাম

নন্দিতা: মোঃ কামাল হোসেন

 


নন্দিতা খুঁজবো তোমায়
হাজারো পূর্ণিমা রাতে,
যদি পাই আকাশ পানে
হারিয়ে যাবো এক সাথে।

আমাবশ্যা রাতেও তোমায়
খুঁজবো আমি নির্ভয়ে,
ধন্য হবে আমার জীবন
তোমার ভালোবাসা পেয়ে।

খোঁজবো কর্ণফুলীর মোহনায়
সাগরের উত্তাল তরঙ্গে,
যদি পাই কোন ফাল্গুনী রাতে
বাঁধবো ঘর তোমার সঙ্গে।

পড়াবো তোমার গলে
হাজারো পুস্পমালা,
দুজনাতে হয়ে এক
কাটাবো জোছনা ভরা বেলা।

বন ফুলের অাড্ডায়
ঝিঝি পোকার গুঞ্জনে,
খুঁজবো রাজ পুকুর ঘাটে
কিংবা হুর পরীদের আবাসনে।

তোমারি অপেক্ষায় সিন্ধু তীরে
নির্ঘুম কাটাবো রাত,
ভুলে যাবো লাজ লজ্জা
হাজারো ঘাত প্রতিঘাত।

তোমার মায়াবী চেহারায়
পাগল আমার পুলকিত মন,
চোখের পলকে মুক্তা ঝরে
চাহুনি তোমার দৃষ্টি নন্দন।

নন্দিতা তোমার ভালবাসায়
সবি দিবো বিসর্জন,
তোমার ইচ্ছাতে বিলীন হবো
হবো তোমার প্রিয়জন।

নিউজটি শেয়ার করুন :