শিরোনাম

কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে জরিমানা করেছে ৫৪ হাজার ৬৫০ টাকা

ওলামা কণ্ঠ ডেস্ক: নাটোরে কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে পুলিশ ও জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।

সকাল থেকেই পুলিশ সুপার লিটন কুমার সাহা’র নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহরের সর্বত্র পর্যবেক্ষণ করেছেন। এ সময়ে অযথা ঘোরাঘুরির জন্য অনেককে জরিমানাও গুনতে হয়েছে। যারা জরুরি কাজে বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর মোটরসাইকেল আরোহীদেরও কাগজপত্র পরীক্ষা করা হয়।

পুলিশ অভিযান চালিয়ে অপ্রয়োজনে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া এবং কাগজপত্র না থাকায় ৩১ টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করে।

স্বাস্থ্যবিধি না মানায় এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ৮৪ জনকে জরিমানা করে ৫৪ হাজার ৬৫০ টাকা আদায় করেছে।

 

নিউজটি শেয়ার করুন :