শিরোনাম
তালেবান যোদ্ধা ছবি: সংগ্রেহিত

তালেবানদের ভালোর জন্যই অস্ত্র বিরতি করা উচিত

আন্তর্জাতিক ডেস্ক: আফগান নেতাদের একটি প্রতিনিধি দল গত রোববার কাতারের রাজধানীতে তালেবানদের রাজনৈতিক নেতৃত্বের সাথে সাক্ষাত করেছিলেন। তবে রোববার গভীর রাতে দেয়া বিবৃতিতে তালেবানরা আফগানিস্তানের ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের বিষয়ে কোনও উল্লেখ করেনি।

আফগানিস্তানে ১৫টি কূটনৈতিক মিশন এবং ন্যাটো প্রতিনিধি সোমবার তালেবানকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। দোহার আলোচনায় তালেবান ও আফগান সরকার যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার কয়েক ঘন্টা পরে তারা এই আহ্বান জানায়।

এরপর ১৫ টি মিশন এবং ন্যাটো প্রতিনিধি আফগানিস্তানে মঙ্গলবার ২০ জুলাই’২০২১ মুসলিমদের ঈদের কথা উল্লেখ করে বলে, ‘এই ঈদুল আজহায়, তালেবানদের ভালোর জন্যই অস্ত্র বিরতি করা এবং বিশ্বকে শান্তির প্রক্রিয়ার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করা উচিত।’

এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সিনিয়র বেসামরিক প্রতিনিধিরা সাক্ষর করেছেন।

সূত্র: ট্রিবিউন।

নিউজটি শেয়ার করুন :