শিরোনাম

করোনা মহামারীতে মৃতদের দাফন সম্পুর্ন করায় ইসলামী আন্দোলনকে সম্মাননা স্মারক প্রদান

আমানত উল্যাহ,কমলনগর (লক্ষ্মীপুর )

লক্ষ্মীপুরে করোনাকালীন সময়ে মৃত ব্যাক্তিদের দাফন কাজ সম্পূর্ণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখা কে সম্মাননা স্মারক প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশন লক্ষীপুর জেলা শাখা। মঙ্গলবার বাদে আসর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আশিকুর রহমানের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মুহাম্মাদ ইব্রাহীম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান,সদর উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান,পৌর সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুত্রে জানাযায়,
করোনা মহামারীতে লক্ষ্মীপুর জেলায় সর্বমোট ৬৫ টি মৃত ব্যক্তির দাফন কাজ সম্পুর্ন করেন লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।মানবতার সেবাই এক অন্যন্য নজির স্থাপন করায় গোটা জেলা ব্যাপী ইসলামী আন্দোলনকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসন সহ সর্বস্তরের সচেতন মহল। কৃতজ্ঞতা প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন দলটিকে এই সম্মাননা স্মারক প্রদান করেন।দলটির জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মুহাম্মাদ ইব্রাহীম বলেন,মহামারী করোনা ভাইরাসে মানুষ যখন চরম আতংকে রয়েছেন,ঠিক সেই কঠিন মুহুর্তে দলের আমীর হযরত পীর সাহেব চরমোনাইর নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে লাশ দাফন করার মত এক কঠিন কর্মসূচি হাতে নিয়েছি । এতে আমরা মোট ৬৫ টি মৃত ব্যক্তির লাশ সুন্নাত মোতাবেক দাফন কাজ সম্পুর্ন করি। মানবতার সেবায় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন :