শিরোনাম

কমলনগরে চরকাদিরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন ফজলে এলাহী শামীম

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
আগামী ১১ নভেম্বর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হচ্ছেন তরুন সমাজসেবক,উদীয়মান যুবনেতা ফজলে এলাহী শামীম। নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই দুই নম্বর ওয়ার্ডের সর্বশ্রেণীর মানুষের সাথে গণসংযোগ,উঠান-বৈঠক ও দীর্ঘ বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগনের আস্থার প্রতিক হিসেবে ফজলে এলাহী শামীম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

ইতিমধ্যে তিনি ডাক্তারপাড়া,ফজুমিয়ারহাট,আমুল্লাহ ব্যাপারির সমাজ সহ প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ ও সর্বশ্রেণীর ভোটারদের সাথে যোগাযোগ রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফজলে এলাহী শামিম চরকাদিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী চালাকি বাড়ীর মরহুম আব্দুস ছাত্তার কমিশনারের ছোট ছেলে।মরহুম আব্দুস ছাত্তার ১৫ বছর ধরে একটানা খাগড়াছড়ি পৌরসভায় জনগনের প্রত্যক্ষ ভোটে সফল কমিশনার হিসেবে সুনাম অর্জন করেন।একজন সমাজ সেবক হিসেবে চরকাদিরা ইউনিয়নে রয়েছে তার ব্যাপক পরিচিতি।

তারই ছোট ছেলে যুবলীগনেতা ফজলে এলাহী শামিম পিতার আদর্শ ধরে রাখতে সমাজসেবায় আত্মনিয়োগ করেন।প্রায় ১৪ বছর ধরে তিনি সামাজিক নানা কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে গড়ে তুলে জনগনের মনে আস্থা ও বিশ্বাসের জায়গা করে নিয়েছেন।দুই নম্বর ওয়ার্ডের ভোটাররাও একজন উদিয়মান তরুন সমাজ সেবককে চাচ্ছেন।অবহেলিত দুই নম্বর ওয়ার্ডটি নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে রাস্তাঘাট, পুল-

কালভার্ট,বয়স্কভাতা,বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা,ভিজিডি ও ভিজিএফ সহ সরকারী সকল বরাদ্দ শতভাগ বাস্তবায়ন, পারিবারিক সমস্যাগুলোর সমাধানে তিনি একজন জনপ্রিয় ও যোগ্য প্রার্থী। দুই নম্বর ওয়ার্ডের বড় সমস্যা পানি নিষ্কাশন। এখনকার মানুষগুলো কৃষি নির্ভর। ফজলে এলাহী শামিম জানান নির্বাচিত হতে পারলে পানি নিষ্কাশনের জন্য মানুষের কৃষি ও ফসলাদির উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থা গ্রহন করে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে। এছাড়া অনুন্নত রাস্তাঘাট,পুল-কালভার্টগুলো সংস্কার ও নির্মাণে তিনি তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

গ্রাম আদালতকে শক্তিশালী কারতে তার ওয়ার্ডের যেই কোন সমস্যা, মামলা-অভিযোগ তিনি সামাজিকভাবে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে
সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সমাধানে আন্তরিকতার পরিচয় দিবেন।যাতে কোন মানুষ আদালত বা থানায় গিয়ে হয়রানির শিকার না হয়।এজন্য আসন্ন ইউপি নির্বাচন চরকাদিরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ-ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন তরুন এই প্রার্থী ফজলে এলাহী শামীম।

নিউজটি শেয়ার করুন :