শেখ নাসির উদ্দিন, খুলনা: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৬ মে) রাত ৯ টায় নগরীর ব্লু অর্কিড ফুড কোর্টে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে উপদেষ্টা প্যানেলের সদস্য যথাক্রমে পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহবায়ক রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগের পরিচালক আলহাজ্ব এ কে এম ফজলুর রহমানকে ফাউন্ডেশনের খুলনা মহানগর উপদেষ্টা হিসেবে বরণ করা হয়।
নেতৃবৃন্দ ‘পবিত্র ঈদ আনন্দের শিক্ষা নিয়ে পারস্পারিক সাম্য ও একতার ভিত্তিতে জাতি-ধর্ম-নির্বিশেষে সর্বত্র অন্যায়কে বর্জন করে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার সুরক্ষার’ উদাত্ত আহবান জানান।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন ও আব্দুস সালাম শিমুলসহ রোটাঃ খান ইমরান আহমেদ, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, এইচ এম জহিরুল ইসলাম, হাসানুর রহমান তানজির, মোঃ হেলাল উদ্দিন, হুমায়ুন কবির বালী, মোঃ মনির হোসেন, রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, মোঃ ইউনুস সানা, ইলিয়াছ হোসেন লাবু, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ একরামুল হোসেন লিপু, মানসুরা তুলি, নাঈম ফারহান, মোঃ লিটন হোসেন, কামরুল ইসলাম কচি, ইমরান পারভেজ বাবু প্রমুখ।
অনাড়ম্বর এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।