শিরোনাম

সম্পর্কের গভীরে যাওয়া ঠিক নয়: ড. মাসুম চৌধুরী

ওলামা কন্ঠ ডেস্ক:

কারো সম্পর্কের গভীরে যাওয়া ঠিক নয়, গভীরে গেলে আস্থা ও বিশ্বাস হারিয়ে যায়। ঈমাম আবু হানিফা (রহ:) ওজুর পানির সাথে গুনাহ ঝরতে দেখতেন।সমাজের খুবই সম্মানিত, যোগ্য ও পরহেজগার মানুষের গুনাহ ঝরতে দেখে আল্লাহ পাকের নিকট প্রার্থনা করেন হে আল্লাহ! তুমি আমার এই আধ্যাত্মিক ক্ষমতাটা তুলে নাও।

আমি যেন আজ হতে ওজুর পানির সাথে মানুষের গুনাহ ঝরতে না দেখি। কারণ ভাল ভাল মানুষের প্রতি আমার আস্থা ও বিশ্বাস হারিয়ে যাচ্ছে’। মহান আল্লাহ পাক হযরত ঈমাম আবু হানিফা (রহ:)’র এই আধ্যাত্মিক ক্ষমতাটা তুলে নিয়ে ছিলেন।

অথচ আমাদের সমাজে এমন প্রচুর লোক আছে, যারা মানুষের গুণ না খুঁজে দোষ খুঁজে আনন্দ পাই।

নিউজটি শেয়ার করুন :