শিরোনাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৬ শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পেল 

আ স ম আবু তালেব, বিশেষ রিপোর্টার লৌহজং: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক-ফিরোজা বেগম কল্যাণ ট্রাস্ট ও মো. শরফুদ্দিন দ্বীপ কল্যাণ ট্রাস্ট আলাদাভাবে শিক্ষাবৃত্তি প্রদান করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি হারুন উর রশিদ, কার্যকরী সদস্য মুনীর মোরশেদ, ট্রাস্টের সভাপতি হাওলাদার আবদুর রাজ্জাক, প্রাক্তন শিক্ষার্থী মুনির হোসেন মোড়ল, রওশন আক্তার, মমতাজ শেফালী, বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান, অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু, শামীম মোড়ল, মাসুদ বেপারী, কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মো. হোসেন খসরু প্রমুখ উপস্থিত ছিলেন। ট্রাস্ট দুটির উদ্যোগে ১৬ মেধাবী শিক্ষার্থীর এককালীন নগদ অর্থ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন :