ওলামা কন্ঠ ডেস্ক:
কোভিড-১৯ এর কারণে দুই বছর পর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বিদেশী প্রতিযোগী, বিচারক, অতিথি, সবমিলিয়ে উপস্থিত ছিলেন প্রায় ২০০জন। শীর্ষ বিজয়ীরা মোট ১৫২,০০০ কুয়েতি দিনার নগদ পুরস্কার পেয়েছেন।
দশ ক্বিরাত
১ম পুরস্কার – ইয়ামেন
২য় পুরস্কার – লিবিয়া
৩য় পুরস্কার – আমেরিকা
৪র্থ পুরস্কার – সোমালিয়া
৫ম পুরস্কার – ছাধ
পূর্ণ কোরআন ও তাজবীদ
১ম পুরস্কার – আমেরিকা
২য় পুরস্কার – লিবিয়া
৩য় পুরস্কার – কেনিয়া
৪র্থ পুরস্কার – থাইল্যান্ড
৫ম পুরস্কার – মিশর
মুজাওয়াদ/ক্বিরাত
১ম পুরস্কার – ইন্দোনেশিয়া
২য় পুরস্কার – কুয়েত
৩য় পুরস্কার – তানজানিয়া
৪র্থ পুরস্কার – কোমোরোস
৫ম পুরস্কার – ফিলিস্তিন
পূর্ণ কোরআন(ছোটদের)
১ম পুরস্কার – কেনিয়া
২য় পুরস্কার – গ্বানা
৩য় পুরস্কার – বাংলাদেশ 🇧🇩
৪র্থ পুরস্কার – আলজেরিয়া
৫ম পুরস্কার – লিবিয়া
তথ্য সূত্র: শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী
মহাসচিব, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।