শিরোনাম
ছবিটি প্রতিকি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফের পদ্মা নদীর ভাঙ্গন, আতঙ্কিত মাদ্রাসার শিক্ষার্থীরা 

আ স ম আবু তালেব লৌহজং প্রতিনিধ:

মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার সন্দিসার- নওপাড়া থেকে বাঘের বাড়ির মোড় পযর্ন্ত নদীরপাড়ে ফের ভাংগন শুরু হয়েছে। এতে সন্দিসার মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীরা ও এলাকাবাসী দুঃচিন্তা এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তারা আমাদের প্রতিনিধির নিকট বড় ধরনের ক্ষতি সাধন হওয়ার আশংকাও প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সুন্দিসার মাদ্রাসা ভাঙ্গনের কবলে। এভাবে ভাঙ্গন অব‍্যাহত থাকলে মাদ্রাসাটি রক্ষা করা অসম্ভব হয়ে দাড়াবে। জিও ব‍্যাগ ফেলেও ভাঙ্গন রোধ সম্ভব হচ্ছে না।

জিও ব‍্যাগ তীরের মাটির খন্ডের সাথে পদ্মা নদীর প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছে। এলাকাবাসী জানান, পদ্মা নদীর খাড়া ভাঙ্গন সৃষ্টি হওয়ায় বালু ভর্তি জিও বেগ দিয়েও কোন কাজ হচ্ছে না। গভীরে তলিয়ে যাচ্ছে বালু ভর্তি জিও বেগ। দ্রুত ভাঙ্গন রোধের ব্যবস্হা না নিলে আশপাশের বসত বাড়ী গুলো টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে বলেও এলাকাবাসী আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন।

তাছাড়া কোন কোন এলাকাবাসী সোস্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে লৌহজং উপজেলার ইউএনও মহোদয়, বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ ফারুক ইকবাল মৃধা ও লৌহজং- তেউটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মোল্লা সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন। অবিলম্বে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় নদীর পাড় সংলগ্ন ঘর বাড়ি ও ফসলি জমি পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন :