শিরোনাম

লক্ষ্মীপুরে ইউনাইট-১৫ সেচ্চাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী 

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: রবিন হোসেন তাসকিন চাই ঐক্য,নয় বিভক্তি এই স্লোগান কে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দী ইউনিয়নের সেচ্চাসেবী সংগঠনের ইউনাইট-১৫ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সুধী সমাবেশ আয়োজন করে। আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় চাঁদখালী এরব উচ্চ বিদ্যালয়ের অডেটরিয়াম রুমে এই সভার অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মনজুরুল ইসলাম সভাপতিত্বে,ও সাধারন সম্পাদক বিজয় মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন মুশু পাটোয়ারী ১৫ নং লাহারকান্দী ইউপি চেয়ারম্যান। শেখ মহি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, গাজী হুমায়ন কবির, প্রধান শিক্ষক, চাঁদখালী এরব উচ্চ বিদ্যালয়, আবু আলম তহসিলদার (বিশিষ্ট সমাজসেবক), ইঞ্জিনিয়ার আবুল কাশেম ভূইয়া (বিশিষ্ট সমাজসেবক) জাবেদ হোসেন মামুন,মোজাম্মল হোসেন মহব্বত, (সদস্য)১৫ নং লাহারকান্দী ইউপি,মাহমুদুল হাসান আব্বাস, যুগ্ম আহ্বায়ক, লাহারকান্দী ইউনিয়ন যুবলীগ,মানিক হাওলাদার, প্রচার সম্পাদক, লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগ-

মোশারফ হোসেন বাবলু (বিশিষ্ট সমাজসেবক) সহ উক্ত সংগঠনের সকল উপদেষ্টা,পরিচালক,সদস্যবৃন্দু।
কিছু উদ্যমী ও মেধামী তরুনদের গঠিত সংগঠনটি গত ২ বছর ধরে ১৫ নং লাহারকান্দী ইউনিয়ন ও পার্শ্ববতী ইউনিয়নের সুবিধাবঞ্চিত শিশু ও হত দ্ররিদ্য পরিবার,গরীব ছাত্র-ছাত্রী,অসহায় রুগীদের রক্তদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পূর্ন করে।

নিউজটি শেয়ার করুন :