এম. কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি: উখিয়া উপজেলা মরিচ্যা গরু বাজার সুলতানিয়া আজিজুল উলুম মাদ্রাসার ২৫’তম বার্ষিক সভা আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন, জামিয়া ইসলামিয়া পটিয়া’র প্রধান পরিচালক শায়খুল হাদীস, আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারি। প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন দেশের জনপ্রিয় বক্তা হাফীজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। অতিথি হিসেবে থাকবেন সুলতান নানুপুরী রহ. এর খলিফা মাওলানা এমদাদ উল্লাহ নানুপুরী, তাহফীজুল কুরআন সংস্থার মহাসচিব লেখক মাওলানা ওবাইদুল্লাহ হামজা, গোমাতলি মাদরাসার পরিচালক মাওলানা ইমাম জাফর, মাওলানা হাফেজ নুরুল হক, মাওলানা ইলিয়াস ফারুকী।
মাদরাসার প্রধান পরিচালক আমীর হোসাইম কাতারী, পরিচালক মুফতি কিফায়াতুল্লাহ শফিক সভা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।