গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আজ (৮ ডিসেম্বর ১৯ ইং) রবিবার বিভিন্ন মামলার ১৩ আসামি আটক করেছে থানা পুলিশ।
জানা যায় থানার এস আই যিশু দত্ত, এস আই আবুল হোসেন, এ এস আই হুমায়ুন, এ এস আই রুহুল সহ কয়েকজনের একটি ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া খেলাবস্তায় এবং ওয়ারেন্টভুক্ত পালিয়ে থাকা আসামিদেরকে আটক করে থানা পুলিশ।
আটককৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা হলো( ১) আক্তার আলী সাং কাকুনাখাই(২) বাবুল আহমদ সাং হুদপুর (৩) নাজমুল ইসলাম সাং পূর্ব মহিষখের (৪) বশির উদ্দিন সাং পূর্ব মহিষখের (৫) আং হক সাং পূর্ব মহিষখের (৬) আলকাছ মিয়া।
জুয়া খেলা মামলায় আটককৃতরা হলো (১) বাবুল মিয়া সাং খুর্দা (২) মুছা মিয়া সাং পাঁচপাড়া (৩) তছির আলী সাং ঘোষগ্রাম (৪) আতাউর রহমান সাং উপর দুমকা (৫) আং হামিদ সাং ঘোষগ্রাম।