শিরোনাম

নওগাঁয় শিক্ষককে কুপিয়ে রক্তাক্ত জখম: অভিযুক্ত গ্রেফতার

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:

নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে এক শিক্ষককে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগে মামলার পর অভিযুক্তকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

জানা যায়, জেলার রাণীনগর উপজেলার আবাদপুকুর শুভেচ্ছা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন ওরফে উজ্জ্বল হোসেন (৩০) কে কোপ দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ সময় হামলাকারী তোফাজ্জল হোসেন তোফা (৫০) কে আটক করে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। আহত উজ্জলকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যার পর ওই স্কুলে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

হামলার শিকার আবদুল মতিন জানান,শুক্রবার সন্ধ্যায় ওই স্কুলে অফিসিষ্টিয়াল কাজ করছিল। কাজ শেষে অফিস কক্ষ থেকে বের হতেই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তোফাজ্জল হোসেন তোফা কোপ দা দিয়ে এ্যালোপাথারীভাবে মাথায় কুপিয়ে জখম করে। এ সময় তোফাকে ঝাপটে ধরে স্কুলের ভিতরে তুলে দরজা বন্ধ করে লোকজনকে ডাক দেন শিক্ষক উজ্জ্বল হোসেন। স্থানীয়রা এসে আহত উজ্জ্বল কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। উজ্জ্বল হোসেন ওই বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক। তিনি উপজেলার কয়াকঞ্চি গ্রামের আবদুল ওয়াহেদ আলীর ছেলে।

উজ্জ্বল হোসেন আরো বলেন, হামলাকারী তোফার স্ত্রী ওই বিদ্যালয়ে আয়ার কাজ করতেন। পারিবারিক কারণে গত এক মাস আগে চাকুরি ছেড়ে দিয়েছেন তোফার স্ত্রী। হামলার ঘটনায় রাতেই উজ্জলের বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলাকারী তোফা একই উপজেলার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের শুকবর রহমানের ছেলে।

জানতে চাইলে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় ওই শিক্ষকের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছেন। আটক তোফাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন :