শিরোনাম

ঢাকায় শায়খ ফজলুল করীম (রহ.) মারকাজ নির্মাণ ইস্যুতে কেন্দ্রীয় কমিটির সিলেট সফর

 

গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ  সিলেট জেলার হুমায়ূন চত্তরের নিকটস্থ চরমোনাই নিয়ন্ত্রিত শাহজালাল (রহ.) মাদরাসায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর একটি সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৬মার্চ) বিকাল ৪টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান এর সভাপতিত্বে ও মাহমুদুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ বেলায়ত হোসেন, কেন্দ্রীয় সদস্য। তিনি বলেন, আমরা জানি ধর্মীয় রাজনীতি ফরজ। আর এই কাজ করার জন্য আমাদের প্রশস্ত একটি অফিসের প্রয়োজন। তাই প্রশস্ত একটি অফিস নির্মাণের জন্য পীর সাহেব চরমোনাই একশত কোটি টাকার একটা বাজেট হাতে নিয়েছেন।

তিনি আরো বলেন পীর সাহেব চরমোনাই যখন যা বলেছেন তা বাস্তবায়ন হয়েছে। তার বর্তমান বাজেট বাস্তবায়নের জন্য প্রায় একশত কোটি টাকার প্রয়োজন। আর এই টাকা গুলো কোন রাজনৈতিক অনুদান বা বৈদেশিক অনুদানে আসবেনা। এগুলো আমরা সকল সদস্য বহন করতে হবে । তাই পীর সাহেব চরমোনাই এর ইচ্ছে সিলেট বিভাগ থেকে আপনারা দেড় কোটি টাকা দিবেন। তখন সতস্ফুর্তভাবে সিলেট বিভাগের নেতৃবৃন্দ তা মেনে নেন।এবং উক্ত মারকাজ নির্মাণে দেড় কোটি টাকা দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ সাকী। আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য ডাঃ মোয়াজ্জেম হোসেন,সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব সিরাজ উদ্দিন, ইসলামি আন্দোলন সিলেট জেলার সভাপতি মাওঃছাঈদ আহমদ, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান,যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি শিহাব উদ্দিন, ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল আহমদ, গোয়াইনঘাট উপজেলার সহ সভাপতি হাফিজ ইসহাক সহ প্রতি উপজেলার দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :