শিরোনাম

মা ও শিশুর টিকাদান কার্যক্রম চালু হয়েছে

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: কভিড – ১৯ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশংকায় লৌহজং সহ বাংলাদেশের সকল লকডাউনকৃত উপজেলায় কমিউনিটি পর্যায়ের টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম (ইপিআই) সাময়িক বন্ধ রাখা হয়েছিলো।

একটি ভাইরাস ( কভিড -১৯) এর সংক্রমন থেকে বাঁচতে দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ থাকলে টিকাদান কার্যক্রমের (ইপিআই) দ্বারা নিয়ন্ত্রিত ১০ টা ভাইরাসের ( যেগুলোর প্রতিটা করোনার চেয়ে অনেকগুন ভয়ংকর) দ্বারা আমাদের শিশুদের মহামারি আকারে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা চিন্তা করে।

আবার বাংলাদেশের সকল উপজেলার পাশাপাশি আমাদের লৌহজং উপজেলায় কমিউনিটি পর্যায়ের টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে। যে সকল মা ও শিশুর টিকা নেয়া বাকি আছে তাদের অতিসত্বর নিকটবর্তী ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করে টিকা নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :