এম.আমিনুল ইসলাম,ঝালকাঠী জেলা প্রতিনিধি:
বাঙালী জাতীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবর্ষ উপলক্ষে ঝালকাঠি’র রাজাপুরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে “খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট।
আগামীকাল সকাল ৯.৩০ মিনিটে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামিলীগ রাজাপুর উপজেলা শাখা সভাপতি এ্যাড. এ এইচ এম খাইরুল আলম সরফরাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামিলীগ রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন,রাজাপুর উপজেলা ক্রিয়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা,রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক ও রাজাপুর উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম খান।
টুর্নামেন্টটি পরিচালনায় রয়েছেন স্থানীয় যুব সমাজের মধ্যে রাজিব ফরাজী,শুভ,শিপু নন্দী,নেয়ামুল,আবু সালেহ,বাবু সহ আরো অনেকে।
আগামীকাল উদ্বোধনী খেলায় রাজাপুর রয়েলস ও ভান্ডারিয়া কিংস অংশগ্রহণ করবে।টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে বলে জানান টুর্নামেন্ট কর্তৃপক্ষ।