শিরোনাম

বাউফল হাসপাতালের সিড়ির উপরে জন্ম দিল এক শিশু

বাউফল প্রতিনিধি মোঃ হাসানঃ

গর্ভবতী অবস্থায় অসুস্থ ভাবে রাতের আঁধারে লাকি আক্তারের স্বজনরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

জরুরী বিভাগের স্টাফদের কাছে সাহায্য প্রার্থনা করলে কারো কাছ থেকে মেলেনি লাকি আক্তারের জন্য কোনো চিকিৎসা বা সাহায্য।

এই মূহুর্তেই স্বজনরা হসপিটালের সিড়ি দিয়ে লেবার রুমে নিয়ে আসার সময় সিড়িতে বসেই প্রসব করলো একটি ছেলে সন্তান।

লাকী বেগমের গ্রামের বাড়ি উপজেলার সুলতানাবাদ গ্রামে। জোনায়েদ নামে তার তিন বছরের আরও একটি পুত্র সন্তান রয়েছে।
জরুরী বিভাগের ডাক্তার আসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় নাম এন্ট্রি করার আগেই ওই প্রসূতি সিঁড়ির উপরেই সন্তান প্রসব করেন।

তবে মা ও শিশু সুস্থ রয়েছে।

নিউজটি শেয়ার করুন :