মোঃ আরিয়ান আরিফঃ
আসন্ন পঞ্চম ধাপে ভোলা পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মন ও শওকাত হোসেনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি)সকালে পুলিশ লাইন সংলগ্ন আলিয়া মাদ্রাসা সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয়রা জানায়, সকালে গণসংযোগ চলাকালীন সময়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও শওকাত হোসেনের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তারা দুজনই আওয়ামী লীগের সদস্য।
সংঘর্ষ চলাকালীন কাউন্সিলর প্রার্থী আশাদ হোসেন জুম্মানের নির্বাচনী কার্যালয়সহ উভয়পক্ষের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় সুমাইয়া, সাদিয়া, মিতু, ইয়ানুর, মুছা, মানছুর, মহসিনসহ অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহতরা ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।