শিরোনাম

লৌহজংয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

 


আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের সভাকক্ষে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। গত ১০ মার্চ বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় বক্তারা করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় দিবস দুটি পালনের পরামর্শ দেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলীমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর,

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বাহার, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ঢালী রফিকুল ইসলাম, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কলমা ইউপি চেয়ারম্যান শেখ মো. আবদুল মোতালেব প্রমুখ। পরে একই সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন :