নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপনায় এক কর্মী প্রত্যাশী তরবিয়ত অনুষ্ঠিত হয়েছে। আজ( ৭জুন) সোমবার সকাল ১০ টাায় জেলা শহরের আরামবাগস্হ কার্যালয়ে অনুষ্ঠিত তরবিয়ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মোঃ ইব্রাহিম খলিল।
জেলা সভাপতি মাওলানা রবিউল মিয়াজীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইকবাল হোসাইন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথি বলেন, নিজেকে যোগ্য দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে তরবিয়তের কোন বিকল্প নেই। তাই ইশা ছাত্র আন্দোলন প্রত্যেক কর্মীকে সুদক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে তরবিয়তের ব্যবস্থা করেছেন।
এদিকে কর্মী প্রত্যাশী তারবিয়াত অনুষ্ঠান শেষে বিকাল ৪ টায় ইশা ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম মিয়াজীর নেতৃত্বে এক প্রতিনিধি দল যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করেন।