শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় খুলনার তিন করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে আজ বুধবার (২৩ জুন) সকাল পর্যন্ত এসব রোগীর মৃত্যু হয়। মৃত ১৩ জনের মধ্যে রয়েছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, খুলনা জেনারেল হাসপাতালে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিসিৎসক (আরএমও) ডা. সুভাষ রঞ্জন, খুলনা জেনারেল হাসপাতালের ডা. রাশেদ ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয়জন হলেন- বাগেরহাটের আফজাল শেখ (৬২), নড়াইলের নির্মল কান্তি সাহা (৭৯), যশোরের ভানু বেগম (৬০), খুলনার মো. সোহরাব শেখ (৬৮), সামসুর আলম (৫৮) ও আনোয়ারা বেগম (৫৮)।
আর খুলনা জেনারেল হাসপাতালে মারা যান খুলনার হোসনে আরা (৬০)। গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে যারা মারা যান তারা হলেন- খুলনার মনিরুল ইসলাম (৬২), জালাল আহমেদ (৬৫), সামসুল হক (৪৫) ও মাহবুবুর রহমান (৯৫), যশোরের জাকির হোসেন (২৯), বাগেরহাটের জোসনা রানী (৫৬)। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৭১ জনের। আর আক্রান্ত হয়েছে ৩০৫ জন। এ জেলায় আক্রান্তের হার ৩৯ শতাংশ।